০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

সাহিত্য জীবনের কথা বলে : ইব্রাহিম বাহারী

বিপরীত উচ্চারণ সাহিত্য-সংস্কৃতি সংসদ - ছবি : সংগৃহীত

বিসিএ’র সেক্রেটারি ইব্রাহিম বাহারী বলেছেন, সাহিত্য জীবনের কথা বলে। সমাজ পরিবর্তনে সাহিত্যের ভূমিকা অস্বীকার করার অর্থ মানব সভ্যতার ইতিহাস অস্বীকার করা। জাতির প্রতিটি সঙ্কটকালে বাংলা সাহিত্যের কবি, সাহিত্যিক ও লেখকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই আজ আমরা যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করছি তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে জাতিকে জাগাতে হবে।

শুক্রবার বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতি সংসদের (বিসিএ) উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাজধানীন মিরপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি, গীতিকার আমিনুল ইসলাম। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও বিসিএ’র সেক্রেটারি ইব্রাহিম বাহারী, প্রধান আলোচক হিসেবে ছিলেন এ সময়ের অন্যতম প্রধান কবি হাসান আলীম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ইয়াকুব বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট গল্পকার লিয়াকত আলী, শিল্পী মালিক আব্দুল লতিফ, কবি গীতিকার সুমন রায়হান, শিল্পী নুরুল ইমরান, অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না প্রমুখ। নবীন ও প্রথিতযশা কবিদের স্বরচিত কবিতা পাঠ ও শিল্পীদের গানে গানে মুখরিক ছিল আজকের এ সাহিত্য আড্ডা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

সাহিত্য আড্ডায় আরো লেখা পাঠ করেন মাজেদুর হাসু, ইসমাইল হোসেন, সাগর হাওলাদার, নোমান সাদিক, আবুল হোসেন ময়েজি, নজরুল ইসলাম, আব্দুল আহাদ শোয়েব, আব্দুল কাইউম, জাবির আনজুম ও আশিকুর রহমান।

সাহিত্য আড্ডায় পঠিত লেখাসমূহের উপর গঠনমূলক সমালোচনা করেন প্রধান আলোচক কবি হাসান আলীম। অনুষ্ঠানে সবার আলোচনাতেই বিপরীত উচ্চারণকে আরো সুসংগঠিত করে এভাবে সাহিত্য আড্ডাসহ ব্যাপক অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন। প্রেসবিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল