২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মনের মতো পাত্র খুঁজে দিলে ৫ হাজার ডলার পুরস্কার

মনের মতো পাত্র খুঁজে দিলে ৫ হাজার ডলার পুরস্কার। - ছবি : সংগৃহীত

টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা কেনা যায় না। অনেকেই আছে, যারা এই কথায় বিশ্বাস করে। একাকিত্ব দূর করতে এক তরুণীর কাণ্ড কিন্তু এ কথাটিকে একেবারেই সমর্থন করে না। সম্প্রতি ৩৫ বছর বয়সী লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ইভ টিলে কোলসান দাবি করেছেন, তাকে যে মনের মতো স্বামী খুঁজে দিতে পারবে, তাকেই তিনি পাঁচ হাজার ডলার উপহার দিবেন।

এক সাক্ষাৎকারে ইভ বলেন, ‘আমি প্রথমে আমার বন্ধুদের কাছে এ কথা বলি। তারা সফল না হওয়ায় আমি ভাবছি, আমার সামাজিক যোগযোগমাধ্যমের বন্ধুদের এই প্রস্তাবটি দিলে কেমন হয়।’

জুন মাস থেকে এই স্বামী বাছাই করার পর্ব চালাচ্ছেন ইভ। ইতোমধ্যে ২০ থেকে ২৫ জনের প্রস্তাবও আসে ইভের জন্য। তবে এখনো কাউকে মনে ধরেনি তার।

ইভের মতে, অনেকেই তাকে সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে। তবে সফল হচ্ছে না।

তিনি বলেন, ‘প্রায় পাঁচ বছর ধরে আমি একা আছি। বিভিন্ন অ্যাপের মাধ্যমে বেশ কিছু ছেলের সাথে পরিচয় হয়। তবে লাভ হয় না খুব একটা। কোভিডের পর থেকে ডেটিং সংস্কৃতিতে বড় বদল এসেছে। এখন ডেটিং অ্যাপে কেউই সম্পর্ক বানানোর বিষয় আগ্রহী নয়। তারা ঘুরতে-ফিরতে, মজা করতেই বেশি আগ্রহী।’

কেমন পাত্র চাই ইভের? ইভ নিজেই জানিয়ে‌ছেন, পাত্রটিকে অবিবাহিত হতে হবে। তার বয়স হতে হবে ২৭ থেকে ৪০ এর মধ্যে। উচ্চতা ৫ ‌ফুট ১১ ইঞ্চ কিংবা তার বেশি হলেও চলবে। হাসিখুশি স্বভাবের বর চাই তার। ওই ব্যক্তির খেলা, পশুপাখি ও বাচ্চায় আগ্রহ থাকা চাই-ই-চাই।

তবে ইভ একা নন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পাত্র খুঁজে দেয়ার আর্জি করেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
ট্রাম্প মনোনীত বিশেষ দূতের ইমরান খানের পক্ষের টুইট নিয়ে রাজনৈতিক জল্পনা ভারত ও চীনের সম্পর্কের বরফ এ বছর গলতে শুরু করেছে বে-টার্মিনালে দিনে ক্ষতি ১০ লাখ ডলার আরাফাতের জানাজায় আন্দোলনে আহত শিক্ষার্থীরা প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি : যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য হাসিনা এত পাপ করেছে যে পালানো ছাড়া পথ ছিল না : ফখরুল হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করছে সরকার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হলো না আরাফাতের ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ পূর্ণ শক্তি নিয়ে কাজে ফিরতে চায় পুলিশ শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা

সকল