দৌলতদিয়ায় এক ইলিশের দাম সাড়ে ৯ হাজার টাকা
- রাজবাড়ী প্রতিনিধি ও গোয়ালন্দ সংবাদদাতা
- ১৩ মে ২০২৩, ১৬:৪৪, আপডেট: ১৩ মে ২০২৩, ২০:৩৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর দেবীপুরে ধরা ২ কেজি ৫৮০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে নয় হাজার টাকায়।
শনিবার সকাল ১০টার দিকে ফরিদপুর দেবীপুর চরের জেলে জাহাঙ্গীর হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো: শাহজাহান শেখ প্রতি কেজি তিন হাজার ৬০০ টাকা দরে ইলিশটি কিনে নেন।
এরপর শাজাহান ইলিশটি তিন হাজার ৮০০ টাকা কেজি দরে নয় হাজার ৫০০ টাকায় এক বাসযাত্রীর কাছে বিক্রি করেন।
শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো: শাহজাহান শেখ জানান, ‘সকাল ১১টার দিকে জাহাঙ্গীর হালদার আমাকে ফোন করে ইলিশটি আমার আড়তে নিয়ে আসেন। এক পর্যায়ে আমি তিন হাজার ৬০০ টাকা কেজি দরে ইলিশটি কিনি। এরপর সেটি তিন হাজার ৮০০ টাকা কেজি দরে মোট সাড়ে নয় টাকায় বাসে থাকা ঢাকার এক যাত্রীর কাছে বিক্রি করি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা