ক্রিকেট-ফুটবলেও ঈদ আনন্দ
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ এপ্রিল ২০২৩, ২১:৩২
নতুন চাঁদ উঠেছে আকাশে, মুসলিম বিশ্ব উদ্বেলিত ঈদের আগমনে৷ দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ-উৎসবের ছোঁয়া লেগেছে খেলার জগতেও। ঈদের আনন্দ শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৌহার্দ্য বিনিময় করছে ক্রিকেটার-ফুটবলারসহ বিভিন্ন ফুটবল ক্লাবও।
ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’
পবিত্র ওমরাহ পালন করতে এই মুহূর্তে সপরিবারে সৌদি আরবে অবস্থান করছেন মাশরাফী। সেখান থেকেই সকল ভক্তকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। ‘আনন্দ এবং ভালোবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!’
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা.. ঈদ মোবারক।’ আর মাহমুদউল্লাহ তার পেজে লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! রমজানের চেতনা সারা বছর সবার সাথে থাকুক এবং সকলের জীবনকে কল্যাণ ও অনুগ্রহে পূর্ণ করুক।’
মেহেদী মিরাজ লিখেন, ‘ঈদের এই শুভ দিনে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সকল ভেদাভেদ, হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে, ঈদ মোবারক।' প্রায় একই বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন আহমেদও।
এদিকে গতকাল মাঠেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। ম্যাচ না হলেও পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে অগ্রিম অগ্রিম শুভেচ্ছাও জানান লাথাম।
ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা লর্ডসের আইডি থেকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘বিশ্বজুড়ে যেসব ক্রিকেট–সমর্থক ঈদ উদ্যাপন করছেন, সবাইকে ঈদ মোবারক জানাতে চাই আমরা।’ ‘ঈদ মোবারক’ লিখে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেটও।
জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ লিখেছে, ‘বিশ্বজুড়ে উদ্যাপন করা আমাদের সব সমর্থককে ঈদ মোবারক। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’ বার্সালোনা ঈদের শুভেচ্ছা বার্তা লিখেছে আরবিতে। ঈদের শুভেচ্ছা জানিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডও।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা