১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

আপনারা মেনে নিতে না চাইলে আমি কী করব : হিরো আলম

আপনারা মেনে নিতে না চাইলে আমি কী করব : হিরো আলম - ছবি : সংগৃহীত

অভিনয়শিল্পী, নাট্যনির্দেশক ও সংগঠক মামুনুর রশীদের ‘রুচির দুর্ভিক্ষ চলছে, সেই দুর্ভিক্ষের মধ্য দিয়ে হিরো আলমের উত্থান হয়েছে’ মন্তব্যের জবাব দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, ‘আমি নিজে আয় করে নাটক বানাই, সিনেমা বানাই। আমি কত আয় করি যে রুচিসম্মত কাজ দিতে পারব? আপনারা আমাকে মেনে নিতে চান না। এতে আমার কী করণীয় আছে?’

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে তিনি এ কথা বলেন।

ফেসবুক লাইভে তিনি মামুনুর রশীদের উদ্দেশে বলেন, ‘যেহেতু আমার কারণে দেশের মানুষের রুচি নষ্ট হচ্ছে, আপনি ইচ্ছা করলে আমাকে তৈরি করতে পারতেন। তাহলে মানুষের রুচি নষ্ট হতো না। বাংলাদেশে ১৮ কোটি মানুষ, শুধু হিরো আলমের কারণে যদি সবার রুচি নষ্ট হয়ে যায়, তাহলে হিরো আলমকে আপনারা মেরে ফেলে দেন।’

সম্প্রতি এক অনুষ্ঠানে মামুনুর রশীদ বলেছেন, ‘এখন রুচির দুর্ভিক্ষ চলছে। এর মধ্য দিয়েই হিরো আলমের উত্থান হয়েছে।’

তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার-সমালোচনার ঝড় তোলে। সোমবার নাট্য দিবসের অনুষ্ঠানে তিনি আবারো একই কথা বলেন।

তিনি বলেন, ‘আমি বলেছি যে রুচির দুর্ভিক্ষ চলছে, সেই দুর্ভিক্ষের মধ্য দিয়ে হিরো আলমের উত্থান হয়েছে। এই উত্থান জাতির জন্য, আমাদের সংস্কৃতির জন্য ভয়ঙ্কর। এই উত্থানের মূলে আমাদের রাজনীতি আছে, আমাদের মিডিয়ার একটা বড় ভূমিকা আছে।’

ফেসবুক লাইভে হিরো আলম বলেন, ‘নিজের যোগ্যতায়, পরিশ্রম করে আলম থেকে হিরো আলম হয়েছি। রুচিবান লোকেরা হিরো আলম তৈরি করেন নাই। হিরো আলমকে মেরে না ফেললে আপনারা থামাতে পারবেন না। মামুনুর রশীদ স্যার, আপনি আমাকে তৈরি করুন। বাংলাদেশের যারা বড় বড় কথা বলছে, তারা সবাই আপনাকে ধুয়ে দেবে। তারা বলবে, ‘মামুনুর রশীদের মতো লোক হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছে।’ তাহলে আমাকে তৈরি করবে কে?’’

হিরো আলম আরো বলেন, ‘যারা রুচিবান লোক, তারা রুচিসম্পন্ন লোক তৈরি করবে না। কারণ আপনারা তেল ওয়ালা মাথায় তেল দেবেন। যাদের টাকা আছে তাকেই দাম দেবেন। যার সুন্দর চেহারা আছে তাকেই দাম দেবেন। এফডিসিতে বড় বড় আর্টিস্টরা আমার সমালোচনা করে। কেন রে ভাই, আমাকে নিয়ে কেন কথা বলেন? আমি কোনো দিন কোনো পরিচালকের কাছে গিয়েছি? কোনো শিল্পীর হাতে পায়ে ধরে বলেছি যে আমাকে সুযোগ করে দেন?’

লাইভে আত্মহত্যার হুমকি দিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি এসব করতে থাকেন, এত লোকের সামনে বলতেছি, একদিন লাইভে থাকা অবস্থায় আত্মহত্যা করে পৃথিবী থেকে চলে যাব। আপনাদের, এই দুনিয়া, সমাজকে রুচির দায় থেকে মুক্ত করে যাব। আপনারা এতই সমালোচনা করেন, হিরো আলমের এখনকার কাজগুলো দেখেন। হিরো আলমের কাজগুলো রুচিসম্মত আছে কি না?’

হিরো আলম আরো বলেন, ‘আমি সুন্দরবন নাটক দেখার পর থেকে মামুনুর রশীদ স্যারকে শ্রদ্ধা করি। তার মতো এত বড় একজন অভিনেতা আমাকে নিয়ে কথা বলেছেন, এটা আমার জন্য সৌভাগ্য। সে নেগেটিভ বলুন আর পজেটিভ বলুক। আমি তাকে সাধুবাদ জানাই যে আপনার মতো লোক আমাকে চেনে। আমি তো মনে করেছিলাম আপনারা এত বড় অভিনেতা, আমাকে চেনেন না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হিরো আলম বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, হয় আপনি আমাকে জেলখানায় বন্দি করে রাখুন, না হলে এ দেশ থেকে বের করে দেন। কারণ হিরো আলম বাইরে থাকলে সমাজ কলুষিত হয়ে যাচ্ছে।’


আরো সংবাদ



premium cement
মতিউরের স্ত্রী কানিজ কারাগারে, রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি মহেশখালীতে প্রেমঘটিত দ্বন্দ্বে যুবক খুন নাটোরে অগ্নিসংযোগের মামলায় দুলুসহ ৯৪ খালাস ক্রিড়া মন্ত্রণালয় ফ্যাসিবাদমুক্ত হওয়া উচিৎ : নূরুল ইসলাম বুলবুল ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম বিএনপি নেতা শামীমকে শোকজ, সন্তোষজনক ব্যাখ্যা না দিলে শাস্তি কক্সবাজারে সাবেক কাউন্সিলর টিপু হত্যা: প্রতিশোধ ও আধিপত্য বিস্তারের গল্প উন্মোচন স্ত্রীসহ শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা বেনাপোলে বিজিবি ও বিএসএফের সীমান্ত সম্মেলন কিউবাকে সন্ত্রাসের মদদদাতা দেশের তালিকা থেকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র পরকীয়া কাণ্ড : সিংগাইর থানার ২ পুলিশ ক্লোজ

সকল