২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনা আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার, মৃত দেড় সহস্রাধিক

- ছবি - ইন্টারনেট

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। আক্রান্ত হয়েছে এক লাখ ৬৭ হাজার ৪৮১ জন। মারা গেছে এক হাজার ৬১৮ জন।

গতকাল বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিল দুই লাখ ৪০৩ জন। মারা গিয়েছিল এক হাজার ৬৫৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮২ লাখ ৭২ হাজার ১৯১ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৮৭ হাজার ৬৩৮ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৫ কোটি আট লাখ ৩৭ হাজার ৫৬৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৮৩০ জনে। মোট মারা গেছে ১১ লাখ ৪১ হাজার ৮৬২ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৬৫৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৫৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৪৬৮ জন। আর মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৬৮৪ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৭৫০ মানুষ। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৭ হাজার ২১৪ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৫১৩ জন। মারা গেছে ছয় লাখ ৯৮ হাজার ১৪ জন মানুষ।


আরো সংবাদ



premium cement
কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় ঢাবি ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরনবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিআরজেএ-এর দোয়া ফ্যাসিস্ট হাসিনা সরকার কাউকে রেহাই দেয়নি : রিজভী রাজাপুরে শাহজাহান ওমরকে প্রধান করে ২০৩ জনের নামে মামলা বৈষম্যহীন রাষ্ট্র পেতে চাইলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে যেকোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই দেশের সব সম্প্রদায়ের সাথে সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা মাসিক ফুলকুঁড়ির ৪০০তম সাহিত্য সভা অনুষ্ঠিত যারা রাষ্ট্র পরিচালনা করেন কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না : শিবির সেক্রেটারি

সকল