রাস্তায় রোবোট্যাক্সির সফল পরীক্ষা চালাল অ্যামাজনের জুক্স
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১১
ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের মালিকানাধীন স্ব-চালিত যানবাহন কোম্পানি জুক্স তাদের ‘রোবোট্যাক্সি’-এর যাত্রী নিয়ে রাস্তায় সফলভাবে পরীক্ষা চালিয়েছে। এতে কোম্পানিটি জনগণের দোরগোড়ায় স্ব-চালিত ট্যাক্সি সেবা পৌঁছে দিতে আরো এক ধাপ এগিয়ে গেল।
কোম্পানির তরফ থেকে জানিয়েছে, রোবোট্যাক্সিটিতে চারজন কর্মী নিয়ে শনিবার প্রথমবারের মতো চালিয়ে দেখা হয়েছে।
গাড়িটিতে না আছে স্টিয়ারিং, না আছে কোনো প্যাডেল। ক্যালিফোর্নিয়ারফস্টার সিটিতে কোম্পানিটির সদর দফতরের দুই ভবনের মাঝের প্রায় এক মাইল রাস্তা পাড়ি দিয়েছে গাড়িটি। বাহনটির ভেতরে মুখোমুখী বসতে পারে এরকম দু’টি বেঞ্চ রাখা হয়েছে। ১২ ফুট দৈর্ঘ্যের এই রোবোট্যাক্সি ঘণ্টায় ৩৫ মাইল গতিবেগে চলতে সক্ষম।
২০১৪ সালে প্রতিষ্ঠিত জুক্সকে ছয় বছর পর কিনে নেয় অ্যামাজন। এরপর কোম্পানিটির পক্ষ থেকে বলা হয় যে তাদের তৈরি স্ব-চালিত গাড়ি সংঘর্ষ এড়িয়ে চলতে পারে।
শনিবারের পরীক্ষা চালানোর আগে তারা ব্যক্তিগতভাবে চালিয়ে দেখেছে এবং ক্যালিফোর্নিয়ার মোটরযান বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে।
সফলভাবে পরীক্ষা চালানোর পর জুক্স তাদের কর্মীদের জন্য আপাতত ট্যাক্সি সেবা চালু করার ঘোষণা দিয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা