২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার ২০ ভাগ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ইয়াহুর

এবার ২০ ভাগ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ইয়াহুর - ছবি : প্রতীকী

এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিলো তথ্যপ্রযুক্তি সংস্থা ইয়াহু ইনকরপোরেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ‘অ্যাড টেক ইউনিট’ থেকে ২০ ভাগেরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা নেয়া হয়েছে। এতে কাজ হারাবেন ১৬০০ জনেরও বেশি কর্মী।

এর আগে একই সিদ্ধান্ত গ্রহণ করেছিল তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, টুইটার ও ডেল। এর জেরে অনেকেই চাকরি হারিয়েছে।

বিশ্বজুড়ে প্রায় ছয় হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার টেক্সাসের বহুজাতিক সংস্থা ডেল।

এর আগে গত নভেম্বর ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এইচপি ইনকরপোরেশন।

সিসকো সিস্টেমস ইনকরপোরেশন ও ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশনও প্রায় চার হাজার কর্মী ছাঁটায়ের কথা জানিয়েছে।

বিশ্বজুড়ে ১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন।

উল্লেখ্য, গত বছর তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে মোট ৯৭ হাজার ১৭১ জন ছাঁটাই হয়েছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement