২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধি : ভারতকে ছাড়িয়ে যাবে সৌদি আরব

- ছবি - ইন্টারনেট

চলতি বছর দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে ভারতকে ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে সৌদি আরব। জ্বালানি মূল্যের লাভের পরিমাণ দেখে এমনটা ধারণা করা হচ্ছে।

আরব নিউজ এই খবর জানিয়েছে।

ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় থেকে প্রকাশিত সরকারী তথ্য অনুযায়ী, সাত দশমিক ছয় শতাংশ জিডিপি প্রবৃদ্ধির ফলে সৌদি আরব ভারতকে ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করছে। কারণ জ্বালানির উচ্চমূল্য থেকে ক্রমবর্ধমান রাজস্ব দেশটির অর্থনীতিকে শক্তিশালী করে চলেছে। আর সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে ভারত।

এক বিবিৃতিতে ভারতের এই মন্ত্রণালয় থেকে জানান হয়েছে, ‘২০২২-২৩ সালে সাত শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে। ২০২১-২২ সালে যা ছিল আট দশমিক সাত শতাংশ।’


আরো সংবাদ



premium cement