২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কবুতরের পালকে পবিত্র কাবার চমৎকার ছবি

কবুতরের পালকে পবিত্র কাবার চমৎকার ছবি - ছবি : ইনস্টাগ্রাম

কবুতরের পালকের ওপর পবিত্র কাবার চমৎকার একটি ছবি এঁকেছেন ফুয়াদ কিবদানি (৩২) নামের মরক্কোর এক চিত্রশিল্পী।

গত অক্টোবরের শেষ দিকে ফুয়াদ ওই ছবিটি তার ইনস্টাগ্রাম ও ফেসবুক একাউন্টে শেয়ার করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তার এ শিল্পকর্মটি বেশ প্রশংসিত হচ্ছে।

শেয়ার করা ওই ছবিটিতে একইসাথে ফুয়াদ কিবদানি পালকের নিচ দিকে এঁকেছেন কাল্পনিক এক সুখী দম্পতির ছবি, তারা এক পলকে তাকিয়ে আছেন পালকের ওপরের দিকে আঁকা পবিত্র কাবার দিকে।

কাজ সম্পন্ন হওয়ার পর ফুয়াদ একটি মনোরম বোর্ডে বাঁধাই করে রেখেছেন পালকে আঁকা সুন্দর ওই  দৃশ্যটি। ঠিক এর ওপরে প্লেটের খালি জায়গায় লিখেছেন পবিত্র কুরআনের একটি আয়াত। যার অর্থ- ‘আর আমি তোমাদের আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় (পুরুষ ও নারী)। (সূরা নাবা, আয়াত : ৮)।

আরো পড়ুন- পেন্সিলের নিব খোদাই করে ফুয়াদ কিবদানির আয়াতুল কুরসির ক্যালিওগ্রাফি

এটি ছাড়াও ফুয়াদ কিবদানি চালের ওপর কাবা শরিফ ও ডিমের ওপর সম্পূর্ণ সূরা বাকারা, চিনির দানার ওপর সূরা ইখলাস ও পেন্সিলের নিব খোদাই করে আয়াতুল কুরসির ক্যালিওগ্রাফি এঁকেছেন।

ইসলামী ক্যালিওগ্রাফির বাইরেও তার বেশ কয়েকটি জনপ্রিয় ক্যালিওগ্রাফি রয়েছে। ইতোপূর্বে আলজাজিরাসহ বিশ্বের একাধিক বড় সংবাদমাধ্যম তার এসব আঁকাআঁকি নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে।


আরো সংবাদ



premium cement