অনন্য আয়োজিত নির্বাচিত কবিদের কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান শুক্রবার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ নভেম্বর ২০২২, ১৩:৩২
শিকড়ায়ন বাংলাদেশ-এর সহযোগিতায় ১৮ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪টায় কবিতা ক্যাফে কাঁটাবন অনুষ্ঠিত হবে ‘উত্তর আধুনিক-উত্তর ঔপনিবেশিক চিন্তার কাগজ অনন্য’র আয়োজনে নির্বাচিত কবিদের কবিতা পাঠ ও আলোচনা।
নির্বাচিত কবিরা হলেন কবি মাহমুদ কামাল, কবি মুজতাহিদ ফারুকী, কবি শামীমা চৌধুরী, কবি মাহফুজ পারভেজ,কবি কামরুজ্জামান, কবি মুহিবুর রহিম,কবি ফাতিমা তামান্না, কবি পলিয়ার ওয়াহিদ।
কবিতার উপর আলোচনা করবেন কবি রেজাউদ্দিন স্টালিন, সৈকত হাবিব, ড. ফজলুল হক সৈকত।
আনুষ্ঠানে আবৃত্তি করবেন ফ্লোরা সরকার,নাসিম আহমেদ, ড. শায়লা আহমেদ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন অনন্য সম্পাদক কবি মাহবুব হাসান।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি