২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বে করোনায় আক্রান্ত ৬৩ কোটি ২০ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত ৬৩ কোটি ২০ লাখ ছাড়িয়েছে - ফাইল ছবি

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ২০ লাখ অতিক্রম করেছে।

সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৫৫৫ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৭৯ হাজার ৭৬৮ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা নয় কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৪৩৯ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯২ হাজার ৪০৯ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে শুক্রবার পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৩৮ হাজার ১১ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯৪৩ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ সময়ে নতুন করে ২৪৩ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১১ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার পাঁচ দশমিক ৮২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৪৬৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ।


আরো সংবাদ



premium cement