কবিতা ক্যাফেতে শুক্রবার উত্তর আধুনিক সাহিত্য বৈঠক
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৮
কবিতা ক্যাফেতে শুক্রবার বিকেল ৪টায় উত্তর আধুনিক চেতনায়-উত্তর উপনিবেশিক জমিনে উত্তর আধুনিক সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে।
শিকড়ায়ন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানের সহযোগিতায় উত্তর আধুনিক সাহিত্য আন্দোলন, ঢাকা।
কথাশিল্পী, গবেষক ও সাংবাদিক ড. রেজোয়ান সিদ্দিকী সভাপতিত্বে বৈঠকে প্রধান বক্তা হিসেবে থাকবেন ‘বাংলাদেশের কবিতায় লোকজ উপাদান’ গ্রন্থের লেখক কবি, প্রাবন্ধিক ও গবেষক ড. মাহবুব হাসান।
এ ছাড়াও আলোচনা রাখবেন- কবি ও কথাশিল্পী গোলাম শফিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড ফজলুল হক সৈকত, কবি শান্তা মারিয়া, কবি মহিবুর রহিম, কবি মোহাম্মদ আবদুল বাতেন ও উত্তর আধুনিকতাবিষয়ক গবেষক কবি আজিজ রাজ্জাক প্রমুখ।
কবি জসীম উদ্দীন স্মারক বক্তৃতার বিষয় থাকবে উত্তর আধুনিক কবিতায় লোকজ উপাদান।
বৈঠকের কার্য-বিবরণী
২য় পর্ব
উত্তর আধুনিক- লোকজ কবিতার আবৃত্তি
অভিনেত্রী ও লেখক ফ্লোরা সরকার
৩য় পর্ব
কবিতা পাঠ
কবি শামীমা চৌধুরী, কবি নাহিদা আশরাফী, কবি শৈবাল আদিত্য, কবি তাপস চক্রবর্তী, কবি নোমান প্রধান, শাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম সেলিম, হেলাল উদ্দিন।
৪র্থ পর্ব
ধারাবাহিক আলোচনা
উত্তর আধুনিক সাহিত্য আন্দোলনের কথকতা
কবি বোরহান উদ্দীন ইউসুফ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা