২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ইসলামিক সলিডারিটি গেমস

জয় এলো সেই টেবিল টেনিসেই

ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসেই জয় পেল বাংলাদেশ - ছবি : নয়া দিগন্ত

কমনওয়েলথ গেমসের পর ইসলামিক সলিডারিটি গেমস। বাংলাদেশ জয়ের দেখা পেল সেই টেবিল টেনিসেই। আজ এই গেমসের পঞ্চম আসর শুরু হয়েছে তুরস্কের কোনিয়া শহরে।

যদিও আনুষ্ঠানিক উদ্বোধন ৯ আগস্ট। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে বেশ কয়েকটি ইভেন্টের প্রতিযোগিতা। নিষ্পত্তি হয়ে গেছে বেশ কিছু পদকেরও।

টিটির মহিলা এককে জিবুতির প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ সেটে জিতেছেন বাংলাদেশের সাদিয়া ইসলাম মৌ। তার পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।

গায়ানার প্রতিপক্ষের সাথে ওয়াকওভার পেয়েছেন সোনম সুলতানা সোমা, তিনি পরের ম্যাচ খেলবেন ক্যামেরুনের প্রতিপক্ষের সাথে।

আজ টিটির পুরুষ এককে ইরানের আফজালখন মাহমুদভের কাছে ৩-২ ব্যবধানে হেরেছেন বাংলাদেশের মুহতাসিন আহমেদ হৃদয়। শেষ গেমে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকেও জেতা হয়নি হৃদয়ের।

আরেক টেবিল টেনিস খেলোয়াড় রামহিম লিয়াম বম ৩-০তে হেরেছেন তাজিকিস্তানের সুলতানভের কাছে।

মেয়েদের হ্যান্ডবলে ভরাডুবি বাংলাদেশ দলের। এ গ্রুপের ম্যাচে স্বাগতিক তুরস্কের কাছে ৫১-১০ গোলে হেরেছে লাল-সবুজরা।


আরো সংবাদ



premium cement