২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বে করোনায় আক্রান্ত ৫৭ কোটি ৮৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৫৭ কোটি ৮৬ লাখ ছাড়াল - প্রতীকী ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ কোটি ৮৬ লাখ ছাড়িয়েছে।

বৈশ্বিক হিসেবে ওয়ার্লডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৪৫৫ জনে দাঁড়িয়েছে এবং এ সময় মারা গেছেন ৬৪ লাখ ১০ হাজার ৯৯৪ জন।

এ যাবত করোনা থেকে সেরে উঠেছেন মোট ৫৪ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৫২৩ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ২৭ লাখ ৬১ হাজার ৮৬৫ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৫৩ হাজার ৯৬৯ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট চার কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ৩২১ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ২১১ জনে।


আরো সংবাদ



premium cement