২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কের সলিডারিটি গেমসেই পদকের আশা

তুরস্কের কোনিয়ায় আগস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামিক সলিডারিটি গেমস - ছবি : নয়া দিগন্ত

এবারের এশিয়ান গেমস করোনার জন্য চীনা কর্তৃপক্ষ স্থগিত না করলে ব্যস্ততা আরো বাড়তো বাংলাদেশী ক্রীড়াবিদদের। চীন থেকে ফিরেই ইংল্যান্ডগামী বিমানে উঠতে হতো। এরপর তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা হওয়া।

এশিয়ান গেমস স্থগিত হওয়ায় এখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ (বিওএ) সংশ্লিষ্ট ফেডারেশন কর্মকর্তারা ব্যস্ত অন্য দুই গেমস নিয়ে। সেগুলো হচ্ছে - বার্মিংহাম কমনওয়েলথ গেমস এবং কোনিয়া ইসলামিক সলিডারিটি গেমস। এই দুটি গেমসকে নিয়েই রোববার হয়ে গেল বিওএ’র সংবাদ সম্মেলন।

১৯৯০ সাল থেকে কমনওয়েলথ গেমস পদক দিয়ে আসছে বাংলাদেশকে। কিন্তু যে শ্যুটিংয়ে বাংলাদেশের তিন স্বর্ণজয়, এবারের বার্হিংহাম কমনওয়েলথ গেমসে নেই সেই শ্যুটিং। আরচারিও নেই এবার বার্মিংহাম গেমসে। গেমসের অন্য যে ডিসিপ্লিনগুলোতে বাংলাদেশ অংশ নেবে তাতে পদক জয়ের কোনো আশা নেই। বরং আশা বলতে যা কিছু আছে সেটি ইসলামিক সলিডারিটি গেমসে যা অনুষ্ঠত হতে যাচ্ছে তুরস্কের কোনিয়ায়।

এই গেমসে আরচারি আছে। রয়েছে জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স ও টিটি। এতে পদক জয়ের আশা করা যেতে পারে। এমনটিই জানালেন ইসলামী সলিডারিটি গেমসে বাংলাদেশের শেফ ডি মিশন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

২৮ জুলাই থেকে ৮ আগস্ট অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন মাবিয়া আক্তার সীমান্ত। আর ৯-১৮ আগস্টের সলিডারিটি গেমসে লাল-সবুজের পতাকা থাকবে ২০১৯ এসএ গেমসে ফেন্সিংয়ে স্বর্ণজয়ী ফাতেমা মুজিবের হাত।

২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েথল গেমসে বাংলাদেশের দুই রৌপ্য অর্জন শ্যুটিং থেকে। এর আগে বাংলাদেশ ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে রৌপ্য এবং ২০০২ এর ম্যানচেস্টার কমনওয়েলথ গেমস ও ১৯৯০ সালের অকল্যান্ড কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয় করে শ্যুটিংয়ে।

তবে এবারের বার্হিংহামে নেই শ্যুটিং। রাখা হয়নি আরচারিকেও। তাই এবার কমনওয়েলথে পদকের সম্ভাবনা কম। সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

বার্মিংহামে বাংলাদেশ অংশ নেবে অ্যাথলেটিক্স, বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি ও টেবিল টেনিসে। এর মধ্যে জিমন্যাস্টিক্সে নিউজিল্যান্ড প্রবাসী আলী কাদের হককে ঘিরে স্বপ্ন দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমানকে ঘিরেও আশা। তবে পদকে নয়। পারফরম্যান্সে উন্নতিতে। ৩০ ক্রীড়াবিদসহ ৫০ সদস্যের দল যাচ্ছে ইংল্যান্ডের বার্মিংহামে।

কমনওয়েথ গেমসের তুলনায় কম শক্তিশালী ইসলামিক সলিডারিটি গেমস। এই গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদরা লড়বেন অ্যাথলেটিক্স, আরচারি, ফেন্সিং, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, কারাতে, শ্যুটিং, সাঁতার, টেবিল টেনিস, কুস্তি ও ভারোত্তোলনে। এতে ১১ ডিসিপ্লিনে ৫৮ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। যদিও বহরে সদস্য সংখ্যা ৮৪।

সলিডারিটি গেমসে আরচারিতে শক্তিশালী প্রতিপক্ষের অনুপস্থিতি রয়েছে। আর বাংলাদেশ দলে যাচ্ছে রোমান সানা, দিয়া সিদ্দিকী, হাকিম আহমদে রুবেল, সাগর ইসলাম, নাসরিন আক্তার, শ্যামলী রায়, বিউটি রায়দের মতো আরচার। তাই কোনিয়ায় আরচারিতে একাধিক স্বর্ণজয়ের প্রত্যাশা করা হচ্ছে।

জিমন্যাস্টিক্সেও আলী কাদের হককে ঘিরে থাকছে পদকের স্বপ্ন। অ্যাথলেটিক্সে ইমরানুর রহমানসহ দুই হাইজাম্পার রিতু আক্তার ও উম্মে হাফসা রুমকিরা পদক এনে দিতে পারেন। সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

কারাতে ইভেন্টেও রয়েছে সম্ভাবনা। সলিডারিটি গেমসে বাংলাদেশ আগের আসরে আজারবাইজানের বাকুতে স্বর্ণ জিতলেও সেই এয়ার রাইফেল নেই এবার তুরস্কের কোনিয়াতে। রয়েছে স্কিট শ্যুটিং। তাই পদকের চান্সই নেই। অন্য ডিসিপ্লিনগুলোতে অংশগ্রহণই সার।

দুই এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া অবশ্য কমনওয়েলথ গেমসে খেললেও অংশ নেবেন না ইসলামিক সলিডারিটি গেমসে।

২০ জুলাই বাংলাদেশ দলের বার্মিংহাম যাওয়া শুরু হবে। কয়েক ডিসিপ্লিনের খেলোয়াড়রা ইংল্যান্ড থেকেই চলে যাবেন তুরস্কে।


আরো সংবাদ



premium cement