৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছড়াকার ও সাংবাদিক আবু সালেহ গুরুতর অসুস্থ

ছড়াকার ও সাংবাদিক আবু সালেহ - ছবি : সংগ্রহ

খ্যাতিমান ছড়াকার ও সিনিয়র সাংবাদিক আবু সালেহ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ তার এনজিওগ্রাম করার কথা।

গত ১২ জুন বুকে ব্যথাসহ শারীরিক নানা জটিলতা নিয়ে রাজতানীর বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রফেসর ডা. আসাদের অধীনে চিকিৎসাধীর আছেন তিনি।

কবি আবু সালেহ ষাটের দশক থেকে ছড়া ও কবিতা লিখছেন। ছড়া সাহিত্যকে জনপ্রিয় করা এবং তা ছড়িয়ে দেয়ার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর একনিষ্ঠ অনুসারী হিসেবে রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। সাংবাদিক হিসেবে কাজ করেছেন হককথা, ইত্তেহাদ, দৈনিক দেশ, খবর, জনতা ও বাংলাদেশ সংবাদ সংস্থায়। ঢাকা সাংবাদিক ইউনিয়নে নেতৃত্বও দিয়েছেন কিছুকাল।

তার লিখিত ছড়া দেশের বিভিন্ন গণআন্দোলনে জনমত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার পাল্টনের ছড়া বইটি বাংলা ছড়া সাহিত্যের বিরল সৃষ্টি। এই বইয়ের ১নং ছড়াটির শুরু এমন-

ধরা যাবেনা ছোঁয়া যাবে না
বলা যাবেনা কথা
রক্ত দিয়ে পেলাম শালার
এমন স্বাধীনতা।

 


আরো সংবাদ



premium cement