টুইটারে ভুয়া অ্যাকাউন্ট যাচাই না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত : ইলন মাস্ক
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ মে ২০২২, ২০:৩৫
মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিনে নেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা যাচাই না হওয়া পর্যন্ত টুইটার কেনার চুক্তি স্থগিত রাখা হচ্ছে বলে জানান তিনি।
ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্ট কত আছে, তা যাচাই করে নথি না পাওয়া পর্যন্ত টুইটার কেনার চুক্তি স্থগিত রাখা হচ্ছে। এমনটাই জানালেন ইলন মাস্ক।
ইলন মাস্ক গত মাস থেকেই মাইক্রোব্লগিং সাইট নিয়ে একাধিক পরিকল্পনা ঘোষণা করতে থাকেন। ইলন টুইটারের অন্তর্বর্তীকালীন সিইও হতে পারেন বলেও জল্পনা ছড়ায়।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন রিটুইট করে শুক্রবার টেসলার কর্ণধার নিজেই টুইটারে বলেন, স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা সত্যিই টুইটারের মোট ব্যবহারকারীর পাঁচ শতাংশের কম, তা গণনার স্বপক্ষে নথি না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে টুইটার কেনার চুক্তি স্থগিত রাখা হচ্ছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা