পেন্সিলের নিব খোদাই করে ফুয়াদ কিবদানির আয়াতুল কুরসির ক্যালিওগ্রাফি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ এপ্রিল ২০২২, ১৪:৫৩
পেন্সিলের সূক্ষ্ম নিব খোদাই করে আয়াতুল কুরসির ক্যালিওগ্রাফি এঁকেছেন ফুয়াদ কিবদানি (৩২) নামের মরক্কোর এক শিল্পী।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে ফুয়াদ নিজেই এই খবর নিশ্চিত করেন।
তাতে তিনি জানান, পেন্সিলের নিবটি দুই মিলিমিটারেরও কম। কয়েক ঘণ্টা কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এটি তৈরি করেছেন।
ফুয়াদ কিবদানি জানান, ক্যালিওগ্রাফি সম্পন্ন হওয়ার পর সেটি তার নিজের তৈরি একটি কাচপাত্রে সংরক্ষণ করে রেখেছেন।
তার ক্যালিওগ্রাফিটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
এটি ছাড়াও ফুয়াদ কিবদানি চালের ওপর কাবা শরিফ ও ডিমের ওপর সম্পূর্ণ সুরা বাকারা ও চিনির দানার ওপর সুরা ইখলাসের ক্যালিওগ্রাফি এঁকেছেন। ইসলামী ক্যালিওগ্রাফির বাইরেও তার বেশ কয়েকটি জনপ্রিয় ক্যালিওগ্রাফি রয়েছে। ইতোপূর্বে আলজাজিরাসহ বিশ্বের একাধিক বড় সংবাদ মাধ্যম তার আঁকাআঁকি নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে।