বিশ্বে এক দিনে করোনায় প্রাণহানি বাড়লেও কমেছে শনাক্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ এপ্রিল ২০২২, ১২:২৫, আপডেট: ১৫ এপ্রিল ২০২২, ১২:৩১
বিশ্বজুড়ে করোনা মহামারিতে প্রাণহানির সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ৩৬৬ জন। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬২ লাখ ১৭ হাজার ৯৫৯ জনের।
এ ছাড়া নতুন করে আরো ৯ লাখ ৩৬ হাজার ৯২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩৭ জন।
শুক্রবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৩০৯ জন। মহামারীর শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩২ লাখ ৭৭ হাজার ৩১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৩ হাজার ২১৫ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪৩৬ জন এবং মারা গেছেন ৩৬১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২২ লাখ ৫২ হাজার ৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৪ হাজার ৯০২ জন মারা গেছেন।
এছাড়াও তুরস্কে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১২৭ জন এবং মারা গেছেন ২১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৯৫১ জন এবং মারা গেছেন ১৪৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন এবং মারা গেছেন ৪৮ জন। ফ্রান্সে মারা গেছেন ১৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩৪২ জন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিশ্বে করোনায় ২ হাজার ৭৪৮ জনের প্রাণহানি এবং প্রায় পৌনে ১০ লাখ জন আক্রান্ত হয়েছিলেন।