বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৪ হাজার ৬৮১
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ এপ্রিল ২০২২, ১১:২২
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীতে একদিনে চার হাজার ৬৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৬১ লাখ ৪২ হাজার ছাড়াল।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার ভোর পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪৮ কোটি ৮১ লাখ ৬৩ হাজার ৫১০ জন ছাড়িয়েছে। এদের মধ্যে মৃতুবরণকারী হলো ৬১ লাখ ৪২ হাজার ৫৭৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি এক লাখ তিন হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ৯ লাখ ৮০ হাজার ৬৪২ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ১১১ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ৬১ হাজার ৩৪৮ জন।
ভারতে মোট চার কোটি ৩০ লাখ ২৪ হাজার ৪৪০ জনের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে দেশটিতে মহামারীতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ১২৯ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এ সময় নতুন শনাক্ত হয়েছে ৭৩ জন। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ দিন শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেক সুস্থ হয়েছেন আরো ৮৮৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হওয়া লোকের সংখ্যা ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪০ শতাংশ।