ইউক্রেন ইস্যুতে একতরফা নিষেধাজ্ঞার নিন্দা করল চীন ও আলজেরিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মার্চ ২০২২, ২৩:৫৮, আপডেট: ২১ মার্চ ২০২২, ০০:০০
ইউক্রেন ইস্যুতে একতরফা নিষেধাজ্ঞার নিন্দা করেছে আলজেরিয়া ও চীন। তারা (রাশিয়ার ওপর) এ ধরনের একতরফা পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
শনিবার আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামতানে লামামরা দু’দিনের জন্য চীন সফরে যান। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার সাথে বৈঠক করেছেন তিনি।
ওই বৈঠকের পর চীন ও আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দেন। ওই যৌথ বিবৃতিতে তারা বলেন, জাতিসঙ্ঘের বিভিন্ন নীতির প্রতি চীন ও আলজেরিয়া শ্রদ্ধাশীল। তারা সকল দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। একইসাথে অন্য (রাশিয়ার) দেশের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগের বিষয়েও যথেষ্ট শ্রদ্ধাশীল।
দু’দেশের ওই যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। একইসাথে (রাশিয়ার ওপর) একতরফা নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে হবে। কারণ, এ ধরনের একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের সাথে যায় না।
সূত্র : ইয়েনি শাফাক