নতুন দেশ বানাতে দ্বীপ কিনলেন মার্কিনি, শিগগিরই দেখা যাবে জাতীয় পতাকা!
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ মার্চ ২০২২, ২২:২০
নতুন একটি ‘রাষ্ট্র’ বানানোর ঘোষণা দিয়েছেন মাইকেল মায়ের নামের এক মার্কিন নাগরিক। প্রস্তুতি হিসেবে এরইমধ্যে তিনি ক্যারিবিয়ান সমুদ্রের মাঝে একটি দ্বীপ কিনে ফেলেছেন।
শুধু তাই-ই নয়; তার রাষ্ট্রের জন্য অন্তত ৩০০ লোককে নাগরিকত্বও দিয়েছেন ওই মার্কিনি। তিনি ওই দ্বীপকে একটি ‘মাইক্রো ন্যাশন’ বানাতে চান। যেখানে থাকবে আলাদা সরকার ব্যবস্থা, মুদ্রা, পতাকা ও সঙ্গীত।
আড়াই কোটি ডলার জমা করার পর সোয়া একরের ওই দ্বীপটি কিনেছেন তিনি। বেলিজ শহর থেকে নৌকাযোগে ১৫ মিনিটে পৌঁছানো যাবে এই দ্বীপে।
দ্বীপের জন্য শেয়ারও ছেড়েছেন মাইকেল মায়ের। তিন হাজার ২০০ ডলার করে প্রায় ১০০ শেয়ার বিক্রিও হয়ে গেছে। অনেককে তিনি এখন তার রাষ্ট্রে বিনোয়োগের আহ্বান জানাচ্ছেন।
সূত্র : এক্সপ্রেস নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা