এফএও’র আঞ্চলিক সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন : কৃষিমন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ মার্চ ২০২২, ২০:০৩
বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ থেকে ১১ মার্চ। এ সম্মেলন সফলভাবে আয়োজন উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, এ বৃহৎ সম্মেলন সফলভাবে আয়োজনে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন, যেখানে এফএও’র এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলো অংশ নেবে। তিনি বলেন, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ।
সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম, এফএও’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রবার্ট সিম্পসনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধান, এফএও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস