ইউক্রেনের গ্যাস পাইপলাইনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫০
ইউক্রেনে হামলার চতুর্থ দিনে দেশটির শহর খারকিভে একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। ইউক্রেনের বিশেষ যোগাযোগ ও তথ্য সুরক্ষা বিভাগ থেকে হামলার খবরটি জানানো হয়েছে।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হামলার পর সেখানে মাশরুম আকৃতির ধোঁয়া দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এটা জানা সম্ভব হয়নি যে, পাইপলাইনটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। এতে শহর ও শহরের বাইরে গ্যাস সরবরাহে কোনো ব্যাঘাত ঘটেছে কি না।
হামলা হলেও ইউক্রেন রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পশ্চিমা দেশগুলোতে পাঠানো অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয় কার্যালয় ওসিএইচএ সংস্থাটির মানবাধিকার দফতরের বরাত দিয়ে ইউক্রেনে হতাহতের সংখ্যা জানিয়েছে। যেকোনো সংঘাতে নিহত ও আহত ব্যক্তির সংখ্যা নিরূপণে যাচাই ও প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ফাঁকফোকর রাখে না মানবাধিকার দপ্তর।
ওসিএইচএ আরো জানায়, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজারো মানুষ পানি, বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এটি ইউক্রেনজুড়ে (বিশেষত উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চল) ‘মানবিক বিপর্যয়কর’ পরিস্থিতির সৃষ্টি করেছে।
সূত্র : আলজাজিরা