২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১০ দিনের কম আইসোলেশনে ঝুঁকি থাকছেই, সতর্ক করলেন বিজ্ঞানীরা

১০ দিনের কম আইসোলেশনে ঝুঁকি থাকছেই, সতর্ক করলেন বিজ্ঞানীরা - ফাইল ছবি

করোনা আক্রান্ত হওয়ার পর সাত দিন নিভৃতবাস যথেষ্ট নয়। কারণ অন্তত ১০ দিন আক্রান্তের থেকে অন্যের শরীরে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে ষোলো আনা। এ কথা জানাচ্ছে লন্ডনের এক গবেষণা।

তাই আইসোলেশন কমিয়ে সাত দিন কিংবা পাঁচ দিন করা মোটেই বিচক্ষণ সিদ্ধান্ত নয়, দাবি বিশেষজ্ঞদের। অন্তত ১০ দিন আইসোলেশনে থাকাটাই বুদ্ধিমানের কাজ।

লন্ডনের ইম্পিরিয়াল কলেজ এবং ডাবলিনের একটি কলেজের বিজ্ঞানীরা গবেষণায় এই তথ্য তুলে এনেছেন। ৩৪ জনের ওপর পরীক্ষা চালিয়েছিলেন তারা।

গবেষণার ফল বলছে, ভাইরাসকে যত বেশি সুযোগ দেয়া হবে সে তত নিজের মতো করে নিজেকে পরিবর্তন করবে। তত কঠিন হবে তার মোকাবেলা করা। প্রসঙ্গত, এই গবেষণায় আরো একটি নতুন তথ্য উঠে এসেছে। তা হলো, সংক্রমিত হওয়ার দু’ দিনের মধ্যে রোগীর দেহে ফুটে উঠবে উপসর্গ।

পৃথিবীর একাধিক দেশ ফের করোনাকে হালকাভাবে নেয়া শুরু করেছে। শিথিল হয়ে যাচ্ছে যাবতীয় কড়াকড়ি। ব্রিটেনে তো মাস্ক পরাই বন্ধ হয়ে গেছে। অথচ সে দেশেরই বিজ্ঞানীরা সতর্ক করলেন। বিশেষ করে আইসোলেশনে থাকার সময়সীমা কমালে যে বিপদ ডেকে আনা তা বার বার বলছেন তারা।


আরো সংবাদ



premium cement