২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মহামারী এখনো শেষ হয়ে য়ায়নি, ডব্লিউিএইচও-র সতর্কতা

মহামারী এখনো শেষ হয়ে য়ায়নি, ডব্লিউিএইচও-র সতর্কতা - ছবি : সংগৃহীত

ওমিক্রনের হানায় বিশ্বজুড়ে ফের জেঁকে বসেছে করোনা। ইউরোপের দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশেই প্রতিদিনই করোনা সংক্রমণের রেকর্ড হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, মহামারী শেষ হয়ে যায়নি। ওমিক্রন ধরন হালকা মাত্রার অসুস্থতা বলে যে ধারণা রয়েছে, সেটি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সংক্রমণ রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ার পর ওমিক্রন নিয়ে সতর্কতামূলক বক্তব্য দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান।

স্থানীয় সময় মঙ্গলবার শুধু ফ্রান্সেই করোনা শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। ইউরোপের দেশ জার্মানিতে প্রথমবারের মতো এক দিনে লক্ষাধিক শনাক্তের ঘটনা ঘটেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেনমার্কে ৩৩ হাজার ৪৯৩ জন, ইতালিতে ২ লাখ ২৮ হাজার ১৭৯ জন করোনায় শনাক্ত হয়েছেন।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস গণমাধ্যমকে বলেন, গত সপ্তাহে ওমিক্রন ধরনে বিশ্বজুড়ে নতুনভাবে আক্রান্ত হয়েছে এক কোটি ৮০ লাখ মানুষ।

সবাইকে সতর্ক করে ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, ‘কোনো ভুল করবেন না। ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা ঘটছে।’

ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, ‘আমি বিশেষভাবে সেসব দেশগুলোকে নিয়ে চিন্তিত যে দেশগুলোতে টিকা প্রয়োগের হার কম। টিকা না দেওয়া ব্যক্তিদের গুরুতর অসুস্থ হওয়া এবং মৃত্যুর ঝুঁকিতে পড়ার আশঙ্কা অনেক গুণ বেশি।’


আরো সংবাদ



premium cement
ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১,৮৪২ মামলা বন্দরে অহিংস গণঅভ্যুত্থান কর্মসূচিতে যাওয়ার পথে বাস আটক যাত্রাবাড়ীতে সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি কলেজ কর্তৃপক্ষের রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো : শিক্ষা উপদেষ্টা ৪০ বছর পর শ্মশানের জমি বুঝে পেল হিন্দু ধর্মাবলম্বীরা প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ শিক্ষার্থীদের সংঘর্ষ : যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক রহমান

সকল