টানা দ্বিতীয় দিনে করোনায় মৃত ও শনাক্তের সংখ্যা কমেছে
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ডিসেম্বর ২০২১, ১১:১০
মহামারি করোনাভাইরাসে বিশ্বে টানা দ্বিতীয় দিনে মৃত ও শনাক্তের সংখ্যা আরো কমেছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো তিন হাজার মানুষ। শনাক্ত হয়েছেন আরো পাঁচ লাখ মানুষ।
এর আগে রোববার বিশ্বে মারা গিয়েছিল আরো পাঁচ হাজার ৮২৫ জন। শনাক্ত হয়েছিল পাঁচ লাখ ৫৮ হাজার মানুষ।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৫৩ লাখ ৭০ হাজার ৪৫৭ জন। আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৫০ লাখ ১৭ হাজার ৪২৭ জন।
আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৩৮৯ জন।
এদিকে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে পাঁচ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৭১৪ জন। মৃত্যু হয়েছে আট লাখ ২৭ হাজার ৩২৩ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৮৩৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৭ হাজার ৫৫৪ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২২ লাখ ১৩ হাজার ৭৬২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৮৩৮ জনের।