২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তাবলিগের বিরুদ্ধে সৌদি আরবে খুতবা, মজলিসে তাহাফফুজের নিন্দা

তাবলিগের বিরুদ্ধে সৌদি আরবে খুতবা - মজলিসে তাহাফফুজের নিন্দা
তাবলিগের বিরুদ্ধে সৌদি আরবে খুতবা, মজলিসে তাহাফফুজের নিন্দা - ছবি : সংগৃহীত

সৌদি আরবে তাবলিগের বিরুদ্ধে জুমার খুতবা দিতে প্রজ্ঞাপন জারীর নিন্দা জানিয়ে এক বিবৃতিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, সৌদি আরব যেনো নিজেদের সিদ্ধান্তের উপর দ্বিতীয়বার দৃষ্টি দেয় ও তাবলিগের বিরুদ্ধে এমন অপবাদ থেকে বিরত থাকে।

তিনি আরো বলেন, হজরত মাওলানা মুহাম্মাদ ইলিয়াস রহ. দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী রহ. এর ছাত্র ছিলেন। যার প্রতিষ্ঠিত এ তাবলিগ জামাত আকাবিরের ইখলাস ও চেষ্টা-প্রচেষ্টার কারণে অনেক উপকার বয়ে এনেছে৷ সারাবিশ্বের আহলে হক্বদের নিকট তাবলিগের কাজ মাকবুল খেদমত হিসেবে পরিগনিত হয়ে আসছে।

মাওলানা রাব্বানী আরো বলেন, ছোট-খাটো কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও তাবলিগ জামাত নিজের মিশনে কাজ করে যাচ্ছে। কম-বেশি পুরো বিশ্বেই এ কাজ চালু রয়েছে। দাওয়াতে তাবলীগ একটি ভ্রম্যমান ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এ জামাত আমাদের পূর্বসূরি বুজুর্গদের আমানত। এই দাওয়াতের মেহনতে অনেক সাধারণ মানুষ দ্বীনের সাথে জড়িয়ে আছে। এই আমানত গুলোর হিফাজত আমাদেরকেই করতে হবে।

এদতসত্বেও তাবলিগের পুরো মেহনতের উপর শিরক ও বিদআতের অপবাদ নিন্দনীয় ও বেমানান। তাই সৌদি আরব যেনো নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে পুনর্বিবেচনা করে।


আরো সংবাদ



premium cement
গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

সকল