০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাতাত্তরের বৃদ্ধের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ২০ বছরের তরুণী

সাতাত্তরের বৃদ্ধের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ২০ বছরের তরুণী -

প্রেম বুঝে না বয়স। মানে না জাতপাতের বেড়াজাল। তাই তো যেকোনো সময় যেকোনো মানুষের প্রেমে পড়া যায় অনায়াসেই। তেমনই এক ঘটনার কথা ফের উঠে এল শিরোনামে। ২০ বছরের তরুণী ভালোবেসে ফেললেন ৭৭ বছরের বৃদ্ধকে। তার প্রেমে তরুণী এতটাই হাবুডুবু, যে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা ভাবতেই পারছেন না!

এ প্রেমের গল্প ৭৭ বছরের পেনশন ভোগী ডেভিড এবং কলেজ ছাত্রী জোয়ের। এ জুটির ভালোবাসা যেন হার মানায় হিন্দি ছবির চিত্রনাট্যকেও। গত ১৮ মাস ধরে জমে উঠেছে তাদের প্রেম। এবার সেই প্রেমকে পরিণয়ে পালটে ফেলতে চান উভয়েই। শুনে আরো অবাক লাগবে যে এই কাপল কিন্তু এখনো পর্যন্ত একে অপরকে সামনে থেকে দেখার সুযোগই পাননি। কারণ গীতিকার ডেভিড থাকেন ইংল্যান্ডে। আর লেখাপড়ার জন্য প্রেমিকের থেকে ৫০০০ মাইল দূরে মিয়ানমারে থাকতে হয় জোকে।

নানা ইস্যুতে সর্বদাই উত্তপ্ত মিয়ানমারের পরিবেশ। তাই ইচ্ছা করলেও জোয়ের সাথে দেখা করতে ওই দেশে ছুটে যেতে পারেন না ডেভিড। তবে শারীরিক দূরত্ব মনের টানে ভাটা ফেলতে পারেনি। ভিডিও কলেই পরস্পরের মধ্যে বেড়েছে ঘনিষ্ঠতা।

তাহলে কীভাবে দু’জনের মধ্যে গড়ে উঠল প্রেমের সম্পর্ক? আসলে বছর দেড়েক আগে একটি অনলাইন ডেটিং সাইটে দেখা হয়েছিল তাদের। মূলত পড়াশোনার জন্য আর্থিক সাহায্যের খোঁজেই জো ঢুঁ মেরেছিলেন সেই সাইটে। সেখানেই পরিচয় হয় ডেভিডের সাথে। নারীদের সাথে গল্পের জন্য ডেভিড ছিলেন অনলাইন সাইটটিতে। কিন্তু এভাবে যে ২০ বছরের জোয়ের প্রেমে পড়ে যাবেন, ভাবতেও পারেননি। ডেভিডের সাথে কথাবার্তা বলে ভালো লেগে যায় জোয়েরও। তারপরই জমে ওঠে প্রেম।

জোয়ের সাথে দেখা করার জন্য দিন গুনছেন ডেভিড। তরুণী জানাচ্ছেন, মিয়ানমার থেকে ব্রিটেন যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন তিনি। পাসপোর্ট ও ভিসা হাতে পেলেই পৌঁছে যাবেন নিজের প্রেমিকের কাছে। আর তারপরই চারহাত এক হবে। পরিবার, সমাজের কটূক্তি উপেক্ষা করেই নতুন জীবন শুরু করতে চান তারা।


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৬ স্বৈরাচার ও তার সহকারীরা জাতীয় দুশমন : এ টি এম মাছুম নেদারল্যান্ডসে ইসরাইলি ফুটবল সমর্থকদের ওপর হামলা সেনাপ্রধানের সাথে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডারের সাক্ষাৎ সিলেটে বিজিবির হাতে কোটি টাকার চোরাই পণ্য আটক তরুণ-যুবকরা সিদ্ধান্ত নিয়েছে চাঁদাবাজমুক্ত দেশ গড়বে : ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, নানা খেলা চলছে : গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্র চায় ঢাকা ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করুক : মিলার নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন লজ্জার হারের দুঃখ ভুলে সামনে নজর মিরাজের বিএসএমএমইউর রেসিডেন্সি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সকল