করোনায় বিশ্বে মৃত ও শনাক্ত কমেছে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ ডিসেম্বর ২০২১, ০৯:১৬
বিশ্বে করোনাভাইরাসে মৃত ও শানাক্তের সংখ্যা কমেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে পাঁচ হাজার ৬৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৫৮৩ জন।
এর আগে শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল সাত হাজার ৩২৭ জন। শনাক্ত হয়েছিল ছয় লাখ ৮৮ হাজার ১১৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৫৭ লাখ ৩০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৬৪ হাজার ৫৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ২২৬ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে চার কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৭৯১ জন। মৃত্যু হয়েছে আট লাখ আট হাজার ৬০৮ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৬১৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৬২০ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৫ হাজার ৬০৬ জনের।