যে কারণে আফ্রিকার দেশগুলো থেকে প্রবাসীদের ফিরতে নিরুৎসাহিত করছে সরকার
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ডিসেম্বর ২০২১, ১৪:৫৮, আপডেট: ০১ ডিসেম্বর ২০২১, ১৫:১৯
জরুরি প্রয়োজন না হলে আফ্রিকার দেশগুলো থেকে প্রবাসী বাংলাদেশীদের দেশে আসতে নিরুৎসাহিত করেছে সরকার।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা বাংলাদেশে আসতে পারেন, তবে আমরা তাদের পরামর্শ দিচ্ছি জরুরি প্রয়োজন না থাকলে দেশে আসা কয়েকদিন পিছিয়ে দিতে।’
মোমেন অবশ্য স্পষ্ট করেছেন, জরুরি পরিস্থিতিতে দেশে আসলে আফ্রিকান অঞ্চলের করোনার নতুন ভ্যারিয়েন্টের জন্য সরকারি পদক্ষেপের অংশ হিসেবে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।’
আগামী ৪ থেকে ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, প্রবাসী বাংলাদেশীদের দেশে আসা নিরুৎসাহিত করতে দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশগুলোর মিশনগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বক্তব্য দেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ভার্চুয়ালি বিশ্ব শান্তি সম্মেলনের উদ্বোধন করবেন এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা