করোনায় বিশ্বে মৃত ও আক্রান্ত বেড়েছে
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ নভেম্বর ২০২১, ০৯:২৬
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বে আরো সাত হাজার ২১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ২৪ হাজার ২৯৬ জনে।
নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৯৫ হাজার ২২৯ জন। মোট আক্রান্তের সংখ্য্ ২৬ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ২২৫ জন।
আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৬৮ লাখ ৯১ হাজার ৪১৯ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৯২ লাখ ৮১ হাজার ৬৫৩ জন। মারা গেছেন আট লাখ এক হাজার ১৭৫ জন।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৫৯৭ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৬৮ হাজার ৭৯০ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৮৪ হাজার ৭৪৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার ৪২৮ জনের।