২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনার প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

কমছে জ্বালানি তেলের মূল্য - ছবি : সংগৃহীত

ইউরোপে আবারো করোনার প্রকোপ দেখা দেয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারো কমেছে। এমন সময়ে এ জ্বালানি তেলের মূল্য কমল যখন প্রধান ক্রেতা দেশগুলো জ্বালানি বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছিল। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।

করোনার কারণে আবারো লকডাউনের শঙ্কায় বড় শিল্প ও ব্যবসা মালিকরা জ্বালানি আমদানি কমানোর সিদ্ধান্ত নিলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করে। শুক্রবার জ্বালানি তেলের মূল্য ৩ শতাংশ কমে গেছে। অথচ কিছু দিন আগেও জ্বালানি তেলের মূল্য কমাতে এবং এর প্রভাবে পশ্চিমা অর্থনীতির ক্ষতি লাঘবে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছিল। জ্বালানি বাজার নিয়ন্ত্রণে প্রধান ক্রেতা দেশগুলো তাদের মজুদকৃত জ্বালানি তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল।

ইউরোপে করোনার প্রকোপ দেখা দেয়ায় অস্ট্রিয়া আবারো পূর্ণাঙ্গ লকডাউন দিয়েছে। করোনা সংক্রমণ মোকাবেলায় ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিও পূর্ণাঙ্গ লকডাউন দিতে পারে বলে শঙ্কা আছে।

এখন ব্রেন্ট ব্রান্ডের অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ২.৩৫ শতাংশ কমে গেছে। এ মুহূর্তে প্রতি ব্যারেল ব্রেন্ট ব্রান্ডের জ্বালানি তেলের মূল্য ৭৮.৮৯ মার্কিন ডলার।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্রান্ডের অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ২.৪৭ শতাংশ কমে গেছে। এ মুহূর্তে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট জ্বালানি তেলের মূল্য ৭৫.৯৪ মার্কিন ডলার।

২০২০ সালের মার্চ মাসের পর, বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য এক সপ্তাহে চারবার কমেছে।

সূত্র : রয়টার্স, সিএনবিসি


আরো সংবাদ



premium cement