২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা দিচ্ছে পোল্যান্ড-সৌদি

- ছবি : সংগৃহীত

বাংলা‌দেশ‌কে অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে পোল্যান্ড ও সৌ‌দি আরব। এর মধ্যে পোল্যান্ডের উপহার ৩৩ লাখ ডোজ। আর সৌ‌দি আরব দিচ্ছে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ।

মঙ্গলবার (৯ নভেম্বর) এএসএসের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

বার্তায় ড. মো‌মেন ব‌লেন, ‘সুখবর। সৌ‌দি আর‌বে নিযুক্ত আমা‌দের রাষ্ট্রদূত জা‌নি‌য়ে‌ছেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা ফ্রি পাচ্ছি। দুই থে‌কে তিন‌ দি‌নের ম‌ধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।’

তিনি বলেন, পোল্যান্ড বাংলা‌দেশ‌কে ৩৩ লাখ (৩.৩ মি‌লিয়ন) ডোজ অ্যাস্ট্রাজে‌নেকার টিকা উপহার দি‌চ্ছে। টিকাগু‌লো যেকো‌নো সময় বাংলা‌দে‌শে পৌঁছা‌বে।

পোল্যান্ডের দেয়া এসব টিকা ইউ‌রোপীয় ইউ‌নিয়‌নের (ইইউ) তহ‌বিল থে‌কে দেয়া হ‌চ্ছে ব‌লে জানান মো‌মেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন বর্তমা‌নে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে ফ্রান্স সফ‌রে র‌য়ে‌ছেন।


আরো সংবাদ



premium cement