২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পরিবর্তনের চেষ্টা

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পরিবর্তনের চেষ্টা - ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে জাতিসঙ্ঘের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রতিবেদন পরিবর্তনের চেষ্টা করছে ক্ষমতাধর দেশগুলো।

ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিপত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গ্রিনপিস ইউকে’র অনুসন্ধানী সাংবাদিকদের কাছে প্রথমে ফাঁস হয় নথিগুলো। পরে সেগুলো বিবিসির কাছে হস্তান্তর করেন তারা।

গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, উন্নত দেশগুলোকে দ্রুত জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসতে পরামর্শ দেয় জাতিসঙ্ঘ। এর গুরুত্ব কমিয়ে দেখাতে চাপ দিয়েছে সৌদি আরব, জাপান, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ। পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে দরিদ্র দেশগুলোকে বেশি অর্থ দিতেও ধনী দেশগুলো আপত্তি জানিয়েছে।

এ বিষয়ে প্রভাবশালী দেশগুলোর তদবিরের বিষয়ে খবর প্রকাশের পর নভেম্বরে আসন্ন জলবায়ু সম্মেলন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলেও বিবিসি।


আরো সংবাদ



premium cement