বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ অক্টোবর ২০২১, ০৯:৩৭, আপডেট: ০৯ অক্টোবর ২০২১, ১৫:৪৭
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৭৭ জনের, শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার ২০ জন।
এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৫৬ হাজার ৩২৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৮৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৫১ লাখ ৮ হাজার ৮২৭ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৫৪১ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩২ হাজার ৪৭৬ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৩৯ লাখ ৩৪ হাজার ৩৩৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৪০৮ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৭৩০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৯৩ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮০ লাখ ৮১ হাজার ৩০০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৭ হাজার ৫৪১ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ১৭ হাজার ৩৫৬ জন। মারা গেছেন ২ লাখ ১৪ হাজার ৪৮৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।