ইন্টারনেট ছাড়াই অ্যাপ ব্যবহারের সুযোগ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৯
কোনো ইন্টারনেট চার্জ ছাড়াই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ করে দিচ্ছে রবি।
এছাড়া, রবি ও এয়ারটেল গ্রাহকরা উপায়ে নিবন্ধন করে ১ জিবি ইন্টারনেট বোনাস ও ৪৫০ টাকাপর্যন্ত নগদ পুরস্কার উপভোগ করতে পারেন।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান উপায়ের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও সাইদুল এইচ খন্দকার ও রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
রবি'র চিফ কমার্শিয়ার অফিসার শিহাব আহমেদ বলেন, ‘দেশব্যাপী ডিজিটাল জীবনযাত্রার রুপান্তরে উচ্চ গতির মোবাইল ডাটা নেটওয়ার্ক স্থাপন থেকে শুরু করে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সেবা নিয়ে আসার ক্ষেত্রে রবি অগ্রণী ভূমিকা রেখেছে। আশা করি, আমাদের গ্রাহকেরা আরও বেশি করে উপায়ের সেবা নেয়ার মাধ্যমে ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নেবেন।’
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা