২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাত মাসে প্রথম বাইডেন-শি ফোনালাপ

জো বাইডেন ও শি জিনপিং - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাত মাসের ব্যবধানে প্রথমবারের মতো ফোনালাপ করেছেন। শুক্রবার সকালে দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয় হোয়াইট হাউজ ও চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্টের সরকারি দফতর হোয়াইট হাউজের সূত্রে বলা হয়, প্রায় ৯০ মিনিটের ফোনালাপে দুই নেতা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, দুই দেশের মিলিত স্বার্থের স্থান ও পৃথক স্বার্থ, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গির স্থান সম্পর্কে তারা আলোচনা করেন।

অপরদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দুই নেতার মধ্যে 'অকপট' ও 'গভীর' আলোচনা করেছেন।

এতে আরো জানানো হয়, চীন সংক্রান্ত মার্কিন নীতি দুই দেশের সম্পর্কে সমস্যা সৃষ্টি করছে বলে ফোনালাপে চীনা প্রেসিডেন্ট জানান।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, উভয়পক্ষই পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।

চলতি বছর জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিতীয় ফোনালাপ। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রথম দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। দুই জনের মধ্যে এখনো কোনো সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়নি।

করোনাভাইরাস মহামারী, মানবাধিকার ও বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মতভেদের মধ্যেই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ হয়।

এদিকে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানান, ফোনালাপে বাইডেন শি জিনপিংকে স্পষ্ট করে দেন, মানবাধিকার ও অন্য বিষয়ে চীনের আন্তর্জাতিক শিষ্ঠাচার বহির্ভূত আচরণের জেরে দেশটির ওপর চাপ সৃষ্টি করা মার্কিন নীতি থেকে তার প্রশাসন সরে আসবে না।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন সিলেটে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি : হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন

সকল