২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কীভাবে বুঝবেন ভ্যাকসিন ভুয়ো কি-না?

কীভাবে বুঝবেন ভ্যাকসিন ভুয়ো কি-না? -

ভারতে করোনা মোকাবেলায় টিকাকরণে জোর দেয়ার পর থেকেই বাড়ছে ভুয়ো ভ্যাকসিনের রমরমা। ক্যাম্প তৈরি করে ভুয়ো ভ্যাকসিন দেয়ার ঘটনাও ঘটেছে একাধিক। ভুয়ো টিকার রমরমা রুখতে এবার নয়া গাইডলাইন জারি করল ধেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার অনায়াসেই আসল এবং ভুয়ো ভ্যাকসিনের মধ্যে তফাত বোঝা যাবে।

বর্তমানে তিনটি ভ্যাকসিন পাচ্ছেন ভারতীয়রা। সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড, ভারত বায়োটেকের নিজস্ব টিকা কোভ্যাক্সিন এবং রাশিয়ার স্পুটনিক ভি। কী কী বিষয় দেখে চিহ্নিত করা যাবে টিকা ভুয়ো না আসল? চলুন জেনে নেয়া যাক।

কোভিশিল্ড:
১. ভায়ালে সেরামের (SII) লেবেল থাকবে।
২. লেবেলের রং কালচে সবুজ (shade: Pantone 355C)। অ্যালুমিনিয়ামের ফ্লিপ অফ শিলের রংও কালে সবুজ।
৩. COVISHIELD ব্র্যান্ডের নামটি বড় করে লেখা।
৪. CGS NOT FOR SALE ওভার প্রিন্ট করা রয়েছে।
৫. SII লোগোটি প্রত্যেক ক্ষেত্রেই একটি নির্দিষ্ট স্থানে ছাপা হয়। যারা ভ্যাকসিন দেন, তারা সেটি দেখলেই বুঝতে পারবেন।
৬. ভায়ালের উপর লেখার জন্য বিশেষ সাদা কালি ব্যবহার করা হয়, যাতে স্পষ্টভাবে পড়া যায়।
৭. লেবেলটিকে স্পেশ্যাল হানিকম্ব টেক্সচার এফেক্ট দেয়া হয়, যা একটি নির্দিষ্ট দিক থেকেই চোখে পড়ে।
৮. হানিকম্ব ডিজাইনটি কিছু ক্ষেত্রে এমনভাবে ব্য়বহার করা হয়, যাতে সকলের চোখে ধরা পড়বে না। যাঁরা এই বিষয়গুলির সঙ্গে জড়িত, তাঁরাই বুঝবেন।

কোভ্যাক্সিন:
১. শুধুমাত্র UV লাইটের নিচে আনলেই লেবেলের উপরের UV হেলিক্স দেখতে পাওয়া যায়।
২. Covaxin-এর X অক্ষরে গ্রিন ফয়েল এফেক্ট রয়েছে।
৩. COVAXIN-এ রয়েছে হলোগ্রাফিক এফেক্টও।

স্পুটনিক ভি (SPUTNIK V):
১. রাশিয়ার দু’টি আলাদা জায়গা থেকে আসায় এই ভ্যাকসিনের উপর লেখা অন্যান্য তথ্য এক হলেও শুধুমাত্র প্রস্তুতকারকের নাম আলাদা।
২. পাঁচ অ্যাম্বিউল প্যাকের লেবেলে ইংরাজি ভাষা দিয়ে লেখা থাকে, অন্য সব জায়গায় রাশিয়ান ভাষায় লেখা থাকে।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ

সকল