২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বে করোনা আক্রান্ত প্রায় পৌনে ২২ কোটি মানুষ

- ছবি - সংগৃহীত

সারা বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫ লাখ ১৮ হাজার ৩৭৭ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৫৪৫ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫২৭ কোটি ৭৪ লাখ ১৫ হাজার ৯৭৬ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯১ লাখ ৯৭ হাজার ৬০৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৪০ হাজার ৮৯ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ৪১৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৭ লাখ ৭৬ হাজার ৮৭০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মঙ্গলবার পর্যন্ত মোট ৩ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৮৮০ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৫৬০ জনে।

বাংলাদেশ পরিস্থিতি
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৮৬ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩৫৭ জনের।

নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯৫ জন। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬১৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ১১.৯৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন। দেশে সুস্থতার হার ৯৫.০৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ১৯ জন, রংপুরে ০৫ জন, বরিশালে ০২ জন, সিলেটে ০৯ জন, রাজশাহীতে ১২ জন এবং ময়মনসিংহে ০২ জন মারা গেছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন সিলেটে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি : হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন

সকল