বিশ্বে করোনা আক্রান্ত ২১ কোটি ৫৪ লাখের কাছাকাছি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ আগস্ট ২০২১, ১১:২২, আপডেট: ২৮ আগস্ট ২০২১, ১১:৪৪
সারা বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৪ লাখ ৮৫ হাজার ৩৩৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার ৭৫ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৭ লাখ ২ হাজার ৭৮২ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৩৬ হাজার ৬৭৯ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৩২৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৭ লাখ ৩ হাজার ৯০৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২৬ লাখ ৩ হাজার ১৮৮ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৮৬১ জনে।