বিশ্বে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ৫ লাখের কাছাকাছি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ আগস্ট ২০২১, ১৩:০৬, আপডেট: ২৩ আগস্ট ২০২১, ১৪:০০
বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৪ লাখ ৩০ হাজার ৭৭০ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ১৮ লাখ ১৬৬ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৯২ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৯৭৩ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৭৭ লাখ ৯ হাজার ৮১০ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ২৮ হাজার ৫০৩ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৪ হাজার ৫২৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি পাঁচ লাখ ৭০ হাজার ৮৯১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট তিন কোটি ২৪ লাখ ২৪ হাজার ২৩৪ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৩৪ হাজার ৩৬৭ জনে।