২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তালেবানের সকল পোস্ট সরিয়ে নিচ্ছে ফেসবুক

ফেসবুক লোগো - ছবি : সংগৃহীত

ফেসবুক থেকে তালেবান সমর্থনে সংশ্লিষ্ট সব পোস্ট সরিয়ে নেয়া হচ্ছে। মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানায় ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়, ফেসবুক তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করছে এবং তাদের সাথে সংশ্লিষ্ট সকল একাউন্ট ও তাদের সমর্থনে দেয়া সব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিচ্ছে।

ফেসবুকের অধীন ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপেও একই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানায়।

ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, 'যুক্তরাষ্ট্রের আইনের অধীন তালেবান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষেধাজ্ঞার অধীন রয়েছে এবং আমরা তাদেরকে আমাদের বিপজ্জনক সংগঠনের নীতির অধীনে নিষিদ্ধ করছি। অর্থাৎ আমরা তালেবানের বা তালেবানের পক্ষ থেকে পরিচালিত একাউন্ট সরিয়ে নিচ্ছি এবং তাদের প্রশংসা, সমর্থন ও প্রতিনিধিত্ব করা পোস্টে বাধা দিচ্ছি।'

ওই মুখপাত্র আরো জানান, এই বিষয়ে কাজের জন্য দারি ও পশতু ভাষাভাষী স্থানীয় পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত একদল কর্মী তারা নিয়োগ করেছেন।

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।

এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।

৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে তারা। যারানজ নিয়ন্ত্রণে নেয়ার ১০ দিনের মাথায় রোববার কাবুল দখল করে তালেবান যোদ্ধারা।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান

সকল