২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বব্যাপী কমেছে করোনায় আক্রান্ত-মৃত্যু, বাড়েনি সুস্থতা

বিশ্বব্যাপী কমেছে করোনায় আক্রান্ত-মৃত্যু, বাড়েনি সুস্থতা - ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী কিছুটা কমেছে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু। তবে বাড়েনি সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৯ হাজার ৬১ জনের। একই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ৫৪ হাজার ৯১৫ জন। এ ছাড়া সুস্থ হয়েছে তিন লাখ ৯০ হাজার ৫২৩ জন।

রোববার সকাল সাড়ে ৮টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে শনিবার এক দিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১০ হাজার ১১৭ জনের। একই সময় নতুন করে আক্রান্ত হয় সাত লাখ ছয় হাজার ৫০৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৭৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ৫০২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ২২ লাখ ৯৪ হাজার ৭৩৮ জন।

এ দিকে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৯৪৮ জনের। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ৩২ হাজার ৯৮৭ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৮ লাখ ৫১ হাজার ৮০৩ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৯ লাখ ৩৩ হাজার ৫৫৩ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে চার লাখ ২৭ হাজার ৮৯২ জন। আর ইতোমধ্যেই সুস্থ হয়েছেন তিন কোটি ১০ লাখ ৯২ হাজার ৯৭ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয়তে অবস্থান করছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৩ হাজার ৮২ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি এক লাখ ৫১ হাজার ৭৭৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৬০২ জন।

এক নজরে দেশে দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু-
এখন পর্যন্ত ফ্রান্সে ৬২ লাখ ৮৪ হাজার ৭০৮ জন, রাশিয়ায় ৬৪ লাখ ২৪ হাজার ৮৮৪ জন, যুক্তরাজ্যে ৬০ লাখ ৪২ হাজার ২৫২ জন, ইতালিতে ৪৩ লাখ ৯০ হাজার ৬৮৪ জন, তুরস্কে ৫৮ লাখ ৯৫ হাজার ৮৪১ জন, স্পেনে ৪৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন, আর্জেন্টিনাতে ৫০ লাখ ১২ হাজার ৭৫৪ জন, কলম্বিয়াতে ৪৮ লাখ ৩৪ হাজার ৬৩৪ জন, জার্মানিতে ৩৭ লাখ ৯৫ হাজার ৫৯০ জন এবং মেক্সিকোতে ২৯ লাখ ৪৪ হাজার ২২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্য দিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে ১ লাখ ১২ হাজার ১৯০ জন, রাশিয়ায় ১ লাখ ৬৪ হাজার ৯৪ জন, যুক্তরাজ্যে ১ হাজার ৩০ হাজার ২৮১ জন, ইতালিতে ১ লাখ ২৮ হাজার ২০৯ জন, তুরস্কে ৫২ হাজার ৮৮ জন, স্পেনে ৮২ হাজার ৬ জন, আর্জেন্টিনাতে ১ লাখ ৭ হাজার ৩০২ জন, কলম্বিয়াতে ১ লাখ ২২ হাজার ২৭৭ জন, জার্মানিতে ৯২ হাজার ২৭৭ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৪৩ হাজার ৭৩৩ জনের মৃত্যু হয়েছে।

এমবি


আরো সংবাদ



premium cement
ভৈরবে ২ সন্তানসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার নীলফামারীতে ৪ রোহিঙ্গা যুবক আটক ডেঙ্গুতে আরো ১০ মৃত্যু, হাসপাতালে ৯৯০ চিন্ময় দাসের গ্রেফতারে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির বিক্ষোভ টেকনাফে অপহৃত ২ মৎস্যব্যবসায়ী উদ্ধার, আটক ৩ সিরাজদীখানে কেমিক্যাল শিল্পপার্ক পরিদর্শনে শিল্প উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর হাতে কর্মী নিহত হয়েছেন : দাবি পিটিআইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আয়েশার দায়িত্ব নিলেন ইউএনও নয়া দিগন্তের মুক্তাগাছা সংবাদদাতা মুর্শেদ আলম লিটন আর নেই রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার

সকল