২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবারের অলিম্পিক প্রতিযোগিতা বাতিল হতে পারে?

এবারের অলিম্পিক প্রতিযোগিতা বাতিলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আয়োজক কমিটির প্রধান তোশিরো মুতো। - ছবি : সংগৃহীত

টোকিও ২০২০ অলিম্পিকস আয়োজক কমিটির প্রধান বলেছেন প্রতিযোগিতাটি বাতিলের সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।

তোশিরো মুতো বলেছেন, তিনি শনাক্ত হওয়া অ্যাথলেটদের সংখ্যার দিকে নজর রাখছেন এবং প্রয়োজনে তিনি বিষয়টি নিয়ে ‘আলোচনা’ করবেন।

প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট ৭০ জনের বেশি এখন কোভিড পজিটিভ হয়েছেন। শুক্রবার অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে।

তোশিরো মুতো যেদিন এই মন্তব্য করলেন সেই একই দিনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, প্রতিযোগিতা ‘বাতিল করার কথা কখনোই ভাবা হয়নি’।

এ মাসের গোড়ার দিকে জাপান ঘোষণা করেছিল যে খালি স্টেডিয়ামেই গেমস অনুষ্ঠিত হবে। দেশটিতে কোভিড পরিস্থিতি অবনতি হওয়ার কারণে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই জাপান এই ঘোষণা দিয়েছিল।

এই শেষ সময়ে এসে অলিম্পিকস বাতিল করার সম্ভাবনা আছে কিনা এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করা হলে তোশিরো মুতো বলেন, ‘কেস খুব বাড়লে আমরা বিষয়টা নিয়ে আলোচনা অব্যাহত রাখব।’

তিনি বলেছিলেন, ‘এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে। যখন সেই পরিস্থিতি আসবে তখন আমরা বিষয়টি বিবেচনা করব।’

প্রতিযোগিতা শুরু হয়ে গেছে
আনুষ্ঠানিকভাবে যদিও অলিম্পিকস শুক্রবারের আগে শুরু হচ্ছে না, কিন্তু মেয়েদের সফটবল এবং ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বুধবারই।

জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে মেয়েদের সফটবল খেলা ছিল বুধবার। শুক্রবার (২৩ জুলাই) অলিম্পিকসের আনুষ্ঠানিক উদ্বোধন।

এ সপ্তাহের গোড়ার দিকে অ্যাথলেটদের থাকার জন্য নির্ধারিত অলিম্পিকস ভিলেজে দক্ষিণ আফ্রিকার দুজন ফুটবলার কোভিড শনাক্ত হন। চেক একজন বিচ ভলিবল প্রতিযোগীর শরীরেও ভাইরাস শনাক্ত হয়েছে।

টোকিও অলিম্পিকসের সাথে জড়িত সর্বমোট ৭১ জন কোভিড আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে প্রতিযোগিতার সাথে সরাসরি জড়িতরাও আছেন।

অলিম্পিকসের ১২৪ বছরের ইতিহাসে এটাই প্রথম প্রতিযোগিতা পেছানোর নজির।

টোকিও অলিম্পিকস চলার কথা ৮ আগস্ট পর্যন্ত। প্যারালিম্পিকস শুরু হবার কথা ২৪ আগস্ট, যা শেষ হবে ৫ সেপ্টেম্বর।

গেমস চালু রাখা নিয়ে জনরোষ
করোনাভাইরাস বিধিনিষেধের মধ্যে এই অলিম্পিক অনুষ্ঠান নিয়ে জনসাধারণের মধ্যে ক্ষোভ রয়েছে।

এই গেমস উপলক্ষে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ জাপানে যাওয়া নিয়ে জাপানিরা উদ্বেগ প্রকাশ করছে। সংক্রমণ বিস্তারে এটা কতটা প্রভাব ফেলবে তা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন।

টোকিওতে সংক্রমণ বর্তমানে ঊর্ধ্বমুখী। গতকাল মঙ্গলবার টোকিওতে ১৩৮৭ জনের কোভিড শনাক্ত হয়েছে।

জাপানে কোভিডের কারণে এখন জরুরি অবস্থা জারি রয়েছে, যা বলবৎ থাকবে ২২ আগস্ট পর্যন্ত।

তোশিরো মুতো মঙ্গলবার তার এই মন্তব্য করার পর টোকিও ২০২০-এর একজন মুখপাত্র বলেছেন, উদ্যোক্তারা এখন ‘শতভাগ সফল একটা অলিম্পিকস অনুষ্ঠান আয়োজনের ওপর সব মনোযোগ নিবদ্ধ করেছেন।’

সূত্র : বিবিসি

দেখুন:

আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল