২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অ্যামাজন ছাড়ার পর যা করবেন জেফ বেজোস

জেফ বেজোস - ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ই-কমার্স সাইট অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ছেন জেফ বেজোস। সোমবার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে যাচ্ছেন তিনি। দায়িত্ব ছাড়ার পর তিনি কী করবেন, তা নিয়ে এখন জল্পনা-কল্পনা করছেন অনেকেই।

তবে ইনসটাগ্রামে সম্প্রতি হলিউডের তারকা ডোয়েন জনসনের সঙ্গে এক ছবি শেয়ার করেন জেফ বেজোস। এর ক্যাপশনে তিনি লিখেন, তার অ্যামাজন স্টুডিও ও জনসনের সেভেন বাকস প্রডাকশন যৌথভাবে বিশাল এক প্রকল্প হাতে নিতে যাচ্ছে।

এর থেকে ধারণা করা হচ্ছে, এবার চলচ্চিত্র তৈরির দিকে নজর দিচ্ছেন বেজোস।

এ ছাড়া কয়েক দিন পরেই মহাকাশে অশীতিপর ওয়ালি ফাঙ্কের সঙ্গী হবেন বেজোস ও তার ভাই। যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও ছয় দশক আগে ওয়ালিকে মহাকাশচারী করতে রাজি হয়নি নাসা। আগামী ২০ জুলাই ওয়ালির সেই আক্ষেপ মেটাচ্ছেন বেজোস।

বাণিজ্যিক ভাবে মহাকাশ ভ্রমণ শুরুর পরিকল্পনা রয়েছে বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’-এর। তারই জন্য এ মাস থেকেই পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু করতে চলেছে ব্লু অরিজিন। আগামী ২০ জুলাই তারই একটিতে বেজোস ও তার ভাইয়ের সঙ্গী হবেন ওয়ালি।

সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement