২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বে ১ দিনে আরো ৮ হাজার মানুষের মৃত্যু

বিশ্বে ১ দিনে আরো ৮ হাজার মানুষের মৃত্যু - ছবি : সংগৃহীত

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিন। এর মধ্যে মানুষের মনে আতঙ্ক আরো বাড়িয়ে তুলেছে এ ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা। টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি ভাইরাসটির শঙ্কা। এরই মধ্যে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৭৯ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৮ লাখেরও বেশি মানুষ। এদিকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন ৮ হাজার ২৮০ জন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৭৫৮ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ১৯৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ১৬১ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫ লাখ ১ হাজার ১৮৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৬৮ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৪৬৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২২ হাজার ৬৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৮০ হাজার ৬৪৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১১ হাজার ১৩৫ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৫ লাখ ৬১ হাজার ৩৬০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৬ হাজার ৫৬৫ জন।

এ দিকে আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, ইতালি নবম ও কলম্বিয়া দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


আরো সংবাদ



premium cement
সোনাদিয়ায় ইকো ট্যুরিজম পার্ক নির্মাণে ইজারা চুক্তি স্থগিত সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদে বিউবোর সাফল্য পেট্রোবাংলায় নিয়োগে লিখিত পরীক্ষার মোল্লা কলেজ কেন্দ্র পরিবর্তন ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ নিউ মার্কেট এলাকায় দোকানে আগুন ‘কুরআনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজে বৈষম্য থাকবে না’ ‘একটা গ্রুপ দিল্লি বসে আমাদের বিভাজন করার প্রেসক্রিপশন দিচ্ছে’ পটুয়াখালীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

সকল