বিশ্বে করোনায় মৃত্যু ৩৮ লাখ ৫০ হাজার ছাড়াল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২১, ১৮:৫৫, আপডেট: ১৭ জুন ২০২১, ১৮:৫৬
বিশ্বে করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৮ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৮ লাখ ৮৫ হাজারের অধিক।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় (জিএমটি) ১২টা ৩৮ মিনিটে ওয়ার্ল্ডোমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।
এতে দেখা যায়, বিশ্বের ২২২টি দেশ ও অঞ্চলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৭৮ লাখ ৮৫ হাজার ৮৫০ জন। এর মধ্যে মারা গেছে ৩৮ লাখ ৫০ হাজার ৫২৯ জন। গত ১২ জুন সকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ৩৮ লাখ ২৮২ জন। অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত গত পাঁচ দিনে মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।
এ দিকে বিশ্বে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৬ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ১৭৫ জন।
আক্রান্ত ও মৃত্যু দুই হিসাবেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্তে দ্বিতীয় ভারত ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। বাংলাদেশ আক্রান্তের হিসাবে শীর্ষ তালিকার ৩১তম স্থানে রয়েছে।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার