পুলিৎজার-২০২১ পাচ্ছেন যারা
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জুন ২০২১, ১৫:২৭, আপডেট: ১২ জুন ২০২১, ১৭:৫১
সাংবাদিকতার নোবেল পুরস্কারখ্যাত পুলিৎজার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার পুলিৎজার পুরস্কার প্রদানকারী বিচারক দল এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেন।
শুরুতে শুধু সাংবাদিকতার জন্য এই পুরস্কার দেয়া হলেও পরে সাহিত্য ও সঙ্গীতকে এর অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে মোট ২২টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়।
পুরস্কারপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা নিচে দেয়া হলো,
সাংবাদিকতা
জনসেবা
দ্য নিউ ইয়র্ক টাইমস
(যুক্তরাষ্ট্রে করোনা মহামারীতে ধারাবাহিক প্রতিবেদন)
ব্রেকিং নিউজ রিপোর্টিং
মিনিয়োপোলিসের স্টার ট্রিবিউনের কর্মীরা
(জর্জ ফ্লয়েডের হত্যা ও পরবর্তী ঘটনার ধারাবাহিকতায় খবর প্রকাশ)
ইনভেস্টিগেটিভ রিপোর্টিং
ম্যাট রচেলিউ, ভেরনেল কোলম্যান, ইভান অ্যালেন ও ব্র্যানডন ম্যাককারথি (দ্য বোস্টন গ্লোব)
(যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট রাস্তার বাইরে বিপজ্জনকভাবে ট্রাক চালানো চালকদের নিয়ন্ত্রণে সরকারি ব্যর্থতার অনুসন্ধানীমূলক ধারাবাহিক প্রতিবেদন)
এক্সপ্লেনেটরি রিপোর্টিং
অ্যান্ড্রু চং, লরেন্স হার্লি, আন্দ্রেয়া জ্যানুতা, জেইমি ডোওডেল ও জ্যাকি বুটস (রয়টার্স)
(যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে অধিক শক্তি ব্যবহারে অভিযুক্ত পুলিশদের দায়মুক্তির বিশ্লেষণমূলক প্রতিবেদন)
এড ইয়ং (দ্য আটলান্টিক)
(করোনাভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জ ও সরকারি ব্যর্থতার বিশ্লেষণমূলক প্রতিবেদন)
লোকাল রিপোর্টিং
ক্যাথরিন ম্যাকগ্রোরি ও নেইল বেদি (টাম্পা বে টাইমস)
(রাজনৈতিক দল সংশ্লিষ্ট ক্ষমতাশালী এক পুলিশ কর্মকর্তার গোপন গোয়েন্দা অভিযানের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের হয়রানি এবং স্কুলশিক্ষার্থীদের রেকর্ড ব্যবহার করে তাদের বিরুদ্ধে সম্ভাব্য অপরাধের অভিযোগ আনার বিষয়ে প্রতিবেদন)
ন্যাশনাল রিপোর্টিং
মার্শাল প্রোজেক্ট, ব্রিমিংহামের এএল ডট কম, ইন্ডিয়ানাপোলিসের ইন্ডিস্টার ও শিকাগোর ইনভিজিবল ইন্সটিটিউটের কর্মীরা
(মার্কিন পুলিশের ডগ স্কোয়াড এবং পুলিশের কুকুরে মার্কিন নাগরিকদের ক্ষতির বিষয়ে অনুসন্ধানীমূলক প্রতিবেদন)
ইন্টারন্যাশনাল রিপোর্টিং
মেঘা রাজাগোপালান, অ্যালিসন কিলিং ও ক্রিস্টো বুশচেক (বাজফিড নিউজ)
(চীনের জিংজিয়াংয়ে মুসলমানদের গণবন্দীত্বের বিষয়ে অনুসন্ধানীমূলক ধারাবাহিক প্রতিবেদন)
ফিচার
মিচেল এস জ্যাকসন (ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর, রানার ওয়ার্ল্ড)
(যুক্তরাষ্ট্রে নিয়মতান্ত্রিক বর্ণবাদের বিষয়ে লেখা 'টুয়েলভ মিনিটস অ্যান্ড এ লাইফ' শিরোনামের ফিচার)
নাদিয়া ড্রস্ট (ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর, দ্য ক্যালিফোর্নিয়া সানডে ম্যাগাজিন)
(বৈশ্বিক অভিবাসনের বিষয়ে লেখা 'হোয়েন ক্যান উই রিয়েলি রেস্ট' শিরোনামের ফিচার)
মতামত
মাইকেল পল উইলিয়ামস (রিচমন্ড টাইমস ডিসপাচ)
(রিচমন্ডে বর্ণবাদের স্মৃতিস্তম্ভ অপসারণের পক্ষে লেখা ধারাবাহিক কলাম)
সমালোচনা
ওয়েসলি মরিস (নিউ ইয়র্ক টাইমস)
(যুক্তরাষ্ট্রে বর্ণ ও সংস্কৃতির বিশ্লেষণমূলক সমালোচনা)
সম্পাদকীয় রচনা
রবার্ট গ্রিন (লস অ্যাঞ্জেলস টাইমস)
(লস অ্যাঞ্জেলসে বিচার ব্যবস্থার সংস্কারে ধারাবাহিক সম্পাদকীয়)
সম্পাদকীয় কার্টুন
দেয়া হয়নি
ব্রেকিং নিউজ ফটোগ্রাফি
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফটোগ্রাফ কর্মীরা
(জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভের ছবি)
ফিচার ফটোগ্রাফি
এমিলিও মরেনাত্তি (এপি)
(করোনা সংক্রমণে স্পেনে বৃদ্ধদের করুণ চিত্র নিয়ে ফিচার ফটোগ্রাফি)
অডিও রিপোর্টিং
লিসা হেগেন, ক্রিস হ্যাক্সেল, গ্রাহাম স্মিথ ও রবার্ট লিটল (ন্যাশনাল পাবলিক রেডিও)
(মার্কিন রক্ষণশীলদের মধ্যে অস্ত্র রাখার অধিকার নিয়ে মত পার্থক্যের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন)
সাহিত্য ও সঙ্গীত
ফিকশন
দ্য নাইট ওয়াচম্যান (লুইস এরড্রিক)
নাটক
দ্য হট উইং কিং, (ক্যাটরি হল)
ইতিহাস
ফ্রাঞ্চাইজ : দ্য গোল্ডেন আর্কস ইন ব্ল্যাক আমেরিকা (মার্সিয়া ক্যাটেলিয়ান)
জীবনী
দ্য ডেড আর এরাইসিং : দ্য লাইফ অব ম্যালকম এক্স (লেস পেইন ও তামারা পেইন)
কবিতা
পোস্টকলোনিয়াল লাভ পোয়েম (নাটালি দিয়াজ)
নন-ফিকশন
উইলমিংটনস লাই : দ্য মার্ডারাস ক্যু অব এইটিন নাইন্টি এইচ অ্যান্ড দ্য রাইজ অব হোয়াইট
সুপ্রেমেসি (ডেভিড জুখিনো)
সঙ্গীত
স্ট্রাইড (তানিয়া লিওন)
বিশেষ পুরস্কার
ডারনেলা ফ্রেজিয়ার
(জর্জ ফ্লয়েডের হত্যার ভিডিও চিত্র ধারণ)
হাঙ্গেরীয়-মার্কিন সাংবাদিক জোসেফ পুলিৎজার এ পুরস্কারের প্রচলন করেছিলেন। ১৯১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম স্কুলের তত্ত্বাবধানে এই পুরস্কার দিয়ে আসা হচ্ছে।
সূত্র : পুলিৎজার